২৫ নভেম্বর ২০২৩, ২১:৫৯

বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু

  © সংগৃহীত

ভারতের কেরালায় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুসাট) প্রযুক্তি মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘কালামাসারি মেডিকেল কলেজে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’

এ ঘটনায় আরও ৪৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে কালামাসারি মেডিকেল কলেজেই নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি নিউজ জানিয়েছে, যখন পদদলনের ঘটনা ঘটে তখন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধী নামের এক শিল্পীর কনসার্ট চলছিল। হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামের ছাদবেষ্টিত অংশে ঢোকার চেষ্টা করেন অনেকে। তখনই সেখানে অনেক শিক্ষার্থী চাপা পড়েন। চাপাচাপি আর ধাক্কাধাক্কিতে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীদের।

কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই কনসার্টে অংশ নেন আশপাশের কলেজের শিক্ষার্থীরাও। ফলে যারা পদদলিত হয়ে নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।