২৪ অক্টোবর ২০২৩, ০৯:২১

বন্দী আরও ২ ইসরায়েলিকে মুক্তি দিলো হামাস

মুক্তি পাওয়া দুই ইসরায়েলি নূরিত কুপার (৭৯) ও ইউখেবেদ লিফশিতজ (৮৫)  © সংগৃহীত

কাতার ও মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সোমবার (২৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তি পাওয়া দুই ইসরায়েলি নাগরিক স্থানীয় সময় সোমবার রাতে রাফাহ সীমান্তে পৌঁছায়। 

তবে মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় এই দুই বন্দিকে গত শুক্রবারই মুক্তি দিতে চেয়েছিলো হামাস। কিন্তু ইসরায়েল তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন আবু ওবায়দা।

মুক্তি পাওয়া নারীরা হলেন- ৮৫ বছর বয়সী ইউখেবেদ লিফশিতজ ও ৭৯ বছরের নূরিত কুপার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর এক টুইট বার্তায় আইসিআরসিও ‍দুই জন নারীর মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে আমরা আশা করি তারা শীঘ্রই তাদের প্রিয়জনদের সঙ্গে ফিরে আসবে।

আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০০

ইসরায়েল জানিয়েছে, মিসরের রাফাহ ক্রসিংয়ে ওই দুই নারীকে মিসরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তবে এই দুই নারীকে মুক্তি দেওয়া হলেও তাদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি। 

এর আগে জিম্মি করে রাখা দুই মার্কিন নাগরিককে গত শনিবার মুক্তি দেয় হামাস। তারা হলেন- জুডিথ রানান (৫৯) ও তার মেয়ে নাতালি রানান (১৭)।