১৯ অক্টোবর ২০২৩, ১৭:৫১

পড়াশোনার অতিরিক্ত চাপ নিয়ে নিহত ছাত্রের বাবার ক্ষোভ

প্রতীকী ছবি।   © সংগৃহীত

ভারতের ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরের (আইআইটি) এক ছাত্র আত্মহত্যা করেছে। এই ঘটনার পেছনে ভারতের স্বনামধন্য প্রকৌশল ইনস্টিটিউটে পড়াশোনার অত্যধিক চাপের অভিযোগ করেছেন ওই ছাত্রের বাবা। 

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র কে কিরণ চন্দ্রকে গত বুধবার তাঁর হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

তাঁর বাবা কে চন্দর অভিযোগ করেছেন, তাঁর ছেলে পড়াশোনার নিয়ে অনেক চাপের মধ্যে ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এত চাপ কেন? আমাদের বাচ্চাদের আইআইটিতে এত চাপের মধ্যে রাখা হচ্ছে?’ 

তিনি আরও বলেন, তিনি মনে করেন না যে, তাঁর ছেলেকে র‍্যাগ দেওয়া হয়েছে। বরং শিক্ষকদের চাপের কারণেই ছেলে আত্মহত্যা করেছে। 

আইআইটি বলছে, চন্দ্র লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) আবাসিক হলে থাকতেন ওই ছাত্র। গত মঙ্গলবার রাতে তিনি আত্মহত্যা করেন। 

আইআইটি খড়গপুরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কিরণ চন্দ্রা তাঁর দুই রুমমেটের সঙ্গে হোস্টেলের রুমেই ছিলেন। অন্য দুই শিক্ষার্থী একাডেমিক কাজের জন্য বাইরে যান। রাত সাড়ে ৮টার দিকে হলের সহপাঠীরা দেখতে পান ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ। দরজার তালা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।