এবার ফিলিস্তিনে স্থল অভিযান শুরু করল ইসরায়েল
টানা এক সপ্তাহ ধরে বিমান হামলার পর এবার ফিলিস্তিনের বিভিন্ন অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমসহ পশ্চিম তীরের দুটি শরণার্থী শিবিরে এসব অভিযান চালানো হয়েছে।
আল–জাজিরারপক্ষ থেকে এক এক্স বার্তায় (টুইটার) বলা হয়েছে, আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া এদিন ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ও জেরিচোতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও অভিযানের খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উত্তর গাজা খালি করতে করার জন্য নির্দেশ দেয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে বেসামরিক বাসিন্দাদের গাজার দক্ষিণাঞ্চলে চলে যেতে সময় বেঁধে দেয়া হয়। এরপর থেকে উত্তর গাজা ছেড়ে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছেন বলে জানা গেছে।
তবে গাজা খালি করার এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্থাটি বলছে, এটা অবাস্তব আদেশ।
এদিকে গাজা থেকে পালানোর সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭০ জনের প্রাণ গেছে। নিহতদের ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। হামাসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চালানো হচ্ছে।
৭ অক্টোবর হামাসের হামলায় শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৯০০ মানুষ। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।