ইসরায়েলকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হুঁশিয়ারি
গাজায় ইসরায়েলের বিরতিহীন হামলার এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে।
তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, গাজায় চালানো ধ্বংসযজ্ঞ ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে।
আরও পড়ুন: ওরা শুরু করেছে, আমরা শেষ করবো: নেতানিয়াহুর হুঙ্কার
ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক ভবন। বাদ যাচ্ছে না আবাসিক ভবনও।
ইরানের নেতা আরও বলেন, ৭ অক্টোবরের ঘটনায় সামরিক ও গোয়েন্দা তথ্যের দিক থেকে ব্যাপক ব্যর্থতার পরচিয় দিয়েছে তেল আবিব। এসময় তিনি ফিলিস্তিনিদের সাহসিকতারও প্রশংসা করেন।