০৮ অক্টোবর ২০২৩, ১৩:১৩

আফগানিস্তানে ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি

আফগানিস্তানে  ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি  © সংগৃহীত

আফগানিস্তানের আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। আহতের সংখ্যা ৯ হাজারের বেশি। রোববার (৮ অক্টোবর) তালেবান সরকারের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে এপি।

শনিবার (৭ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৩। 

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হেরাতের বাসিন্দা ও দোকানদাররা ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় তাড়াহুড়ো করে গিয়ে অনেকে আহত হয়েছেন।

এর আগে ২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল। আফগানিস্তানে গত কয়েক দশকে সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। তবে  চলতি বছরের মার্চে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দুই দেশে অন্তত ১৩ জন নিহত হন।