০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৮

নজিরবিহীন পদক্ষেপে পদ হারালেন যুক্তরাষ্ট্রের স্পিকার ম্যাকার্থি

স্পিকার কেভিন ম্যাকার্থি  © রয়টার্স

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক পদক্ষেপে পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মঙ্গলবার (৩ অক্টোবর) আইনপ্রণেতাদের ভোটে তিনি পদ হারান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে হলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হেয়েছে, পরিষদের ২১০ জন আইনপ্রণেতা কেভিন ম্যাকার্থির পক্ষে ভোট দিয়েছেন। আর ২১৬ জন সদস্য ভোট দেন তার বিপক্ষে। এর মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির। ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির বাকি আটজন সদস্য ভোট দিয়েছেন।

আরো পড়ুন: বাংলাদেশিরা নিজেরা যা চায়, যুক্তরাষ্ট্র সেটিই চায়: ম্যাথিউ মিলার

সোমবার ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ। তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবে পরিচিত। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না স্পিকার।