পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম জানা যাবে আজ
চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম জানা যাবে আজ মঙ্গলবার (৩ অক্টোবর)। সোমবার থেকে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন ঘোষণা চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই গবেষক। তারা হলেন- গবেষক কাটালিন কারিকো ও ড্রিউ ওয়েইজম্যান।
সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।
আরো পড়ুন: এবার চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক
মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতিসহ অন্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। আগামী ৫ অক্টোবর সাহিত্য ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল বিজয়ীর নাম।
সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তির নোবেল পুরস্কারগুলো। নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল পুরস্কারটি দেওয়া শুরু হয়। পরে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু করে কর্তৃপক্ষ।