২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮

পেনশনের ব্যবস্থা নেই, অবসরের আগে অটো চালানো শুরু উপাচার্যের

অবসরের আগে অটো চালানো শুরু করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের  © সংগৃহীত

অবসরের কয়েক দিন আগে থেকে অটোরিকশা চালানো শুরু করেছেন পাকিস্তানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‘কোনো কাজই ছোট নয়’–এমন বার্তা পৌঁছে দিতে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের আগে উপাচার্যের অটো চালানোর ওই ভিডিও ছড়িয়ে পড়েছে।

পাকিস্তানের ওই বিশ্ববিদ্যালয়টির নাম বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি। ড. মনসুর আকবর কুন্দি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদ থেকে চলতি মাসেই অবসর নেওয়ার কথা। অবসরের পর বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক দায়িত্ব দেওয়া হলেও তিনি সেটি থেকে পদত্যাগ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে কর্মীদের জন্য পেনশনের ব্যবস্থা নেই।

বর্তমানে পাকিস্তান নগদ অর্থ সংকটে রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে এ উপাচার্য বলেন, তিনি জনগণকে একটি বার্তা দিতে চেয়েছিলেন যে সংসার খরচ চালাতে অটোরিকশা চালানোয় কোনো দ্বিধা বা লজ্জাবোধ থাকা উচিত নয়।

মনসুর আকবর বলেন, সামাজিক অবস্থান বা মর্যাদা যা-ই হোক না কেন, কোনো কাজ করার ক্ষেত্রে লজ্জা বা দ্বিধা থাকা উচিত নয়।

বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি এবং গোমাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মনসুর আকবর। তিনি উচ্চশিক্ষা কমিশনের নির্বাহী বোর্ডের একজন সদস্য। এ ছাড়া শিক্ষা ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানও রয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এসেছে। মনসুর আকবর এর আগে বেলুচিস্তান ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন।

পাকিস্তানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে। প্রতিষ্ঠাকালীন নাম ছিল মুলতান ইউনিভার্সিটি। এটি পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

পাকিস্তান এখন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে নিপতিত। দেশের এমন সংকট মুহূর্তে তিনি জনগণের মধ্যে ‘কোনো কাজই অসম্মানজনক নয়’ এই বার্তা ছড়িয়ে দিতে অটোরিকশার চালক হয়েছেন। সেই সঙ্গে দেশের যেসব খেটে খাওয়া মানুষ অক্লান্ত পরিশ্রম করে আয়–রোজগার করেন তাঁদের সঙ্গে সংহতি জানানোও তাঁর উদ্দেশ্য।