ঘূর্ণিঝড়ের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
লিবিয়ায় ঘটে গেলো এক আশ্চর্য ঘটনা। ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লন্ডভন্ড লিবিয়ার একটি উপকূলীয় শহরের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে নবজাতক এক মেয়েশিশু।
উদ্ধারের পর তার আশপাশে শিশুটির পিতা-মাতা কিংবা কোনো আত্মীয় স্বজন কাউকে পাওয়া যায়নি। তবে উদ্ধারের পর যেটি দেখা গেছে সেটি রীতিমতো শিউরে ওঠার মতো। চার দিন পরেও তার শরীরের সঙ্গে তখনও নাড়ি সংযুক্ত ছিলো। অর্থাৎ জন্মের পর আর তার নাড়ি কাটার সুযোগ হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয় শিশুটিকে উদ্ধারের ভিডিও। এরপর মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। তবে উদ্ধারের এখন পর্যন্ত কেউ শিশুটির অভিভাকত্ব দাবি করেনি বলে জানা গেছে।
এর আগে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে শহরটির ভেতর দিয়ে বয়ে যাওয়া ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে প্রবল গতিতে পানি ঢুকলে শহরটি এক প্রকার ভেসে যায়।
ইতমধ্যে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ১১ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও অন্তত ২০ হাজারের অধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়ে শহরের প্রায় ৩০ শতাংশ অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে।