কঙ্গোতে শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৪৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ AM
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৬ জন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী এই সাধারণ মানুষের এই বিক্ষোভে দেশটির সেনাবাহিনী কঠোরভাবে দমন করা শুরু করলে বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় সহিংস বিক্ষোভের জেরে সেনাবাহিনীর অভিযান চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা থেকে নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে বুধবার শহরে বিক্ষোভ করেন নাগরিকেরা।
প্রতিবাদ-বিক্ষোভের আয়োজকরা অবশ্য এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জনালেও বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও পুরুষরা লাঠি ও পাথর দিয়ে একজন পুলিশকে মাটিতে ফেলে মারধর করছেন।
এর আগে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে এক পুলিশ নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। এ সময়ে সেনাবাহিনীর প্রতিরোধে কয়েকজন বিক্ষোভকারী নিহত হন। তবে বৃহস্পতিবারের এক বিবৃতিতে দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ সময়ে ১৫৮ জনকে আটক করা হয়েছে।
ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখার প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, প্রতিবাদ-বিক্ষোভেছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে বহু আহত মানুষ চিকিৎসা নিতে আসছেন। তবে তাদের অনেকেই এখানে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছেন।