২৮ আগস্ট ২০২৩, ১১:৩৬

স্কুলে বোরকা নিষিদ্ধ করছে ফ্রান্স

শিক্ষার্থী   © সংগৃহীত

ফ্রান্সের মুসলিম শিক্ষার্থীরা বোরকা পরে যেতে পারবেন না স্কুলে। এমনই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার। রোববার (২৭ আগস্ট) দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল সরকারিভাবে পরিচালিত স্কুলগুলোতে বোরকা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানান। খবর আলজাজিরা

ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল বলেন, সরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে। কেননা, শ্রেণিকক্ষে পোশাক দেখে কারও ধর্মবিশ্বাস বুঝতে পারা উচিত নয়। আগামী ৪ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান তিনি।

ফরাসি স্কুলগুলোতে বোরখা পরা নিয়ে কয়েক মাস ধরে আলোচনা সমালোচনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হলো। এর আগে ২০০৪ সালে স্কুলে স্কার্ফ পরা নিষিদ্ধ করে ফ্রান্স এবং ২০১০ সালে জনসমুক্ষে পুরো মুখের পর্দার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দেশটি। ওই সিদ্ধান্তের ফলে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীরা  ক্ষুব্ধ হয়ে উঠেছিল। 

এ বিষয়ে কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত ফ্রান্সের কাউন্সিল অব মুসলিম ফেইথ জানিয়েছে, শুধু পোশাকের প্রকারভেদ ধর্মীয় কোনো চিহ্ন হতে পারে না। এছাড়া বোরকা পরার কারণে মুসলিম নারী ও মেয়েদের অধিকারের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বামপন্থিরা।