২৭ আগস্ট ২০২৩, ১০:০১

নিউ ইয়র্কের মসজিদে জোরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার

নিউ ইয়র্কের মসজিদে জোরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার
নিউ ইয়র্কের একটি মসজিদ  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মসজিদে প্রকাশ্যে উচ্চস্বরে আজানের অনুমতি দিলো যুক্তরাষ্ট্র সরকার। শনিবার (২৪ আগস্ট) নিউ ইয়র্কের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেয়ার অনুমোদন দেয়। এ নিয়ে স্থানীয় মুসলমানদের মধ্যে আনন্দের  জোয়ার বইছে।

জানা গেছে, নিউ ইয়র্ক রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা নিষিদ্ধ। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজান উচ্চস্বরে দেওয়া যাবে। 

কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সাথে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে মুসলিম কমিউনিটির মধ্যে উৎসবের জোয়ার বইছে। তারা বলছেন, ইসলাম ধর্মের অন্যতম ফরজ হলো নামাজ। সেই নামাজের আহ্বানে যে সুমধুর আজান দেয়া হয় তা এখন প্রকাশ্যে দেয়া যাবে।

অনেকদিন ধরেই স্থানীয় মুসলমানরা মাইকে আজান দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাইছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আজানের অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।

আনন্দ প্রকাশ করে স্থানীয় মুসলমানরা বলেন, আমেরিকার বুকে আল্লাহু আকবর প্রকাশ্যে বলা স্বপ্ন ছিলো। আজ তা পূরণ হলো। প্রকাশ্যে আজানের অনুমতি দেয়ার জন্য নিউ ইয়র্কের মেয়রসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুসলমানরা।

এর আগে এবছর পবিত্র রমজান মাসে ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মসজিদে প্রথমবারের মতো শোনা যায় উচ্চৈঃস্বরে আজানের ধ্বনি।