চাচাকে ছাড়াতে আইনজীবীকে নিজের পালিত মুরগি দিলেন ভাতিজা
উকিলের ফি দেওয়ার মতো নগদ অর্থ নেই। কিন্তু তা সত্ত্বেও চালাতে হবে আইনি লড়াই। সেজন্য এক আইনজীবীর দারস্থ হয়েছেন পাকিস্তানের লাহোরের বাসিন্দা মহসিন আব্বাসের পরিবারের সদস্যরা। আর নগদ অর্থ না থাকায় সেই আইনজীবীকে তারা ফি হিসেবে দিয়েছেন ঘরের পালা মুরগি।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরের এন্টি-টেররিজম আদালতে এমন দৃশ্য দেখা গেছে। বর্তমানে মহসিন আব্বাস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি আছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার লাহোরেরও ওই আদালতে মহসিন আব্বাসের জামিন শুনানি ছিল। এতে একজন উকিল তার পক্ষে লড়েন। কিন্তু যেহেতু আব্বাসের পরিবারের কাছে কোনো অর্থ ছিল না, তাই তারা ফি হিসেবে ওই উকিলকে মুরগি দেন।
আর এ মুরগিটি লালন-পালন করেছেন আব্বাসের ছোটো এক ভাতিজা; তার নাম আয়য়ান। যখন উকিলের হাতে মুরগিটি তুলে দেওয়া হয় তখন সে কাঁদছিল। আব্বাসই তাকে লালনপালন করেন।
এদিকে ওই উকিল জানিয়েছেন, আব্বাসকে পাত্তোকি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে পুলিশ ২৫ হাজার রুপি ঘুষ দাবি করেছিল।
তিনি জানিয়েছেন, পুলিশের দাবি অনুযায়ী আব্বাসের পরিবার ২৫ হাজার রুপি ঘুষ দেয়ও। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে তারা তাকে লাহোর পুলিশের হাতে তুলে দেয়।
ওই আইনজীবীর দাবি, আব্বাস কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, এ ব্যাপারে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে।