পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিং-বিরোধী কমিটি’
ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় র্যাগিং বিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিলেন রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য সিভি আনন্দ বোস। আজ শুক্রবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককের সঙ্গে এক বৈঠকে জানান, শুধু যাদবপুর নয়, রাজ্যের সব বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ‘র্যাগিং-বিরোধী কমিটি’ তৈরি করা হবে।
জানা গেছে, ওই কমিটির নেতৃত্বে থাকবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য তথা কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। ওই কমিটি সব বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সম্পর্কিত অভিযোগ শুনবে। র্যাগিং আটকাতে ওই কমিটি নীতি নির্ধারণ করবে। যেহেতু এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, তাই আচার্য হিসাবে রাজ্যপাল নিজে যাদবপুরকাণ্ডে এই পদক্ষেপ করেছেন।
ওই বৈঠকে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)-র প্রেসিডেন্ট অধ্যাপক পার্থপ্রতিম রায়। তিনি বলেন, আচার্য হিসাবে রাজ্যপাল বোস শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও ডেকেছিলেন। সেখানে প্রথম বর্ষে ভর্তি হওয়া পড়ুয়াদের র্যাগিং নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অধ্যাপকদের নিয়ে কমিটি গঠন করতে বলেছেন। কমিটির প্রধান থাকবেন রবীন্দ্রভারতীর অন্তর্বর্তিকালীন উপাচার্য।
বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুকে। পরে বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। তার বাবা রামপ্রসাদের অভিযোগ, ছেলের মৃত্যুর জন্য হোস্টেলের সিনিয়রেরাই দায়ী।
সূত্র: আনন্দবাজার পত্রিকা