১০ আগস্ট ২০২৩, ১৪:৪৬

দাবানলে পুড়ে ছাই হাওয়াইয়ের ঐতিহাসিক শহর

দাবনলে পুড়ছে লাহাইনা শহর  © সংগৃহীত

হ্যারিকেনের তীব্র বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে যুক্তরাষ্ট্র্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনা ধ্বংস হয়ে গেছে। বুধবার (৯ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের আগুনে পুড়ে হাওয়াইয়ের মাওইতে অন্তত ৬ জনের প্রাণ গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারিকেনের বাতাসে অল্প সময়ের মধ্যে অনেক এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। যা এখন চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। মার্কিন সিনেটর ব্রায়ান স্ক্যাজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘লাহাইনা মাটির সঙ্গে পুরোপুরি মিশে গেছে।’

মাউইর স্থানীয় হাসপাতালগুলো পোড়া রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। অনেকেই আবার ভুগছেন ধোঁয়াজনিত নানা অসুস্থতায়। স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে, দ্রুত গতিতে ধেয়ে আসা দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে অনেক বাসিন্দা সাগরে ঝাপিয়ে পড়েন। এখন পর্যন্ত ১২জনকে উদ্ধার করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলছে, অনেকটা সিনেমায় দেখানো দৃশ্যের মতোই ধেয়ে আসছে এই আগুন। সিনেটর ব্রায়ান স্ক্যাজ বলেছেন , ‘দমকল কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।