৩০ জুলাই ২০২৩, ২১:৫৪

পাকিস্তানে রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৫

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে  © সংগৃহীত

পাকিস্তানে একটি রাজনৈতিক দলের র‍্যালিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুইশ'র বেশি ব্যক্তি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়রে পারে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জুলাই) দেশটির খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে বিস্ফোরণটি হয়।

বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানা যায়নি। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

নিহতদের মধ্যে খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও রয়েছেন বলে জানা গেছে। 

জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, কিছু সমস্যার কারণে আজকের অনুষ্ঠানে যায়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকের ঘটনাটি মানবতা এবং বাজাউরের ওপর আক্রমণ ছিল।