১১ জুলাই ২০২৩, ১১:৩০

ভারতে স্কুলবাস ও কার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৬

দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস এবং গাড়ি  © সংগৃহীত

ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্কুলবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর আনন্দবাজার

মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টার দিকে গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্কুলবাসটি রাতের বিপরীতে দিক দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় প্রােইভেটকারের গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে ছিলেন আট জন। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। স্কুল বাসটিতে তখন শিক্ষার্থী ছিল না।

বাসের সঙ্গে সংঘর্ষের ফলে গাড়িটি এমন ভাবে তুবড়ে যায় যে, দরজা কেটে মৃতদেহগুলি বার করতে হয়েছে পুলিশকে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেছেন, স্কুল বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।