চীনের কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থীসহ মৃত্যু ৬
চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ছুরির আঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জন শিক্ষার্থী রয়েছে। সোমবার (১০ জুলাই) এ তথ্য সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ -এ হামলা চালায় ২৫ বছর বয়সী এক তরুণ। ইতোমধ্যে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে। এ হামলায় তিন শিক্ষার্থী ছাড়াও এক শিক্ষক ও ২ জন অভিভাবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সমুদ্র পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ
বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।
এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।