০৫ জুলাই ২০২৩, ১৯:০৪

টেলর সুইফটকে নিয়ে কোর্স চালু করছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

  © টিডিসি ফটো

বিখ্যাত গায়িকা টেলর ‍সুইফটকে নিয়ে ‘দি লাস্ট গ্রেট আমেরিকান সং রাইটার: স্টোরিটেলিং উইথ টেলর সুইফট থ্রু দ্য ইরাস’ নামে একটি কোর্স চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। কোর্সটি বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ইনিশিয়েটেড কোর্স’-এর অংশ হিসেবে এভা জেফস নামের এক শিক্ষার্থীর দ্বারা তৈরী করা হয়েছে। 

এ বিষয়ে স্ট্যানফোর্ডের মুখপাত্র লুইসা র‌্যাপোর্ট জানিয়েছেন, প্রতি ত্রৈমাসিকে বেশ কিছু স্টুডেন্ট ইনিশিয়েটেড কোর্স অফার করা হয়। স্টুডেন্ট ইনিশিয়েটেড কোর্সগুলিকে 'অ্যাক্টিভিটি কোর্স' হিসেবে বিবেচনা করা হয় এবং ছাত্রদের আগ্রহ বা সমৃদ্ধির ক্ষেত্র অন্বেষণ করতে দেয়।  তবে এটি টেলর সুইফটকে নিয়ে করা প্রথম কোর্স নয়। এর আগেও শিক্ষার্থীদেরকে "অল টু ওয়েল (টেন উইক ভার্সন)" শিরোনামের একটি কোর্স অফার করা হয়েছিল। এটি সুইফটের "অল টু ওয়েল (টেলর’স ভার্সন)" গানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: ৭১-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়

কিন্তু সুইফটের এ কোর্সটি অন্যান্য কোর্স থেকে আলাদা হবে কারণ এখানে শিক্ষার্থীদের শুধু "সন্তোষজনক" বা "অসন্তোষজনক" হিসেবে গ্রেড করা হবে এবং এই গ্রেডগুলো তাদের জিপিএ-কে প্রভাবিত করবে না।

কোর্সের উদ্ভাবক জেফস বলেন, “কোর্সটির উদ্দেশ্য হলো টেলর সুইফটের পুরো ডিসকোগ্রাফিতে সাহিত্যিক রেফারেন্স, লিরিসিজম এবং গল্প বলার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা; একে একটি অ্যালবাম হিসেবে নেওয়া এবং বর্ণনামূলক আকার হিসাবে গান লেখার বিবর্তনকে দেখার চেষ্টা করা।”

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ম্যাকগার্ল কোর্সটির গ্রেডিং তত্ত্বাবধান করবেন।