২৮ জুন ২০২৩, ১৭:২৯

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভারতীয় নায়িকাকে নোটিশ

সায়নী ঘোষ  © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ও নায়িকা সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী শুক্রবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে সায়নী ঘোষকে আসতে বলা হয়েছে। 

জানা গেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যান কুন্তল ঘোষ। তার সম্পত্তি কেনাবেচাতে নাম জড়ায় সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইডি সূত্রে খবর, সায়নীর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত সায়নীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ইডির আধিকারিকরা জানিয়েছেন, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে লাগাতার তার বয়ান নেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিলেন ইডির অফিসারেরা। সেখানেই উঠে এসেছে সায়নী ঘোষের নাম।

কিছুদিন আগে, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন এক বিজেপি প্রার্থী! পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার করা হয়েছিল সেই বিজেপি প্রার্থীকে। আটক সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন।