ছেলেকে চাকরিচ্যুত করলেন জাপানের প্রধানমন্ত্রী
বিতর্কিত আচরণের কারণে নিজের ছেলেকে চাকরিচ্যুত করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ২০২২ সালে কিশিদার সরকারি বাসভবনে একটি পার্টিতে বিতর্কিত আচরণ করেন তিনি। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ছেলের নাম শোতারো। তিনি বাবার রাজনৈতিক সেক্রেটারির হিসেবে নিয়োজিত আছেন। এ পদে থাকছেন না তিনি।
জাপান টুডে, জাপান টাইমস, ব্লুমবার্গের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে শোতারো ও আত্মীয়দের একটি ছবি প্রকাশ পায়। এতে দেখা যায়, বাসভবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বসে পার্লামেন্টের সদস্যদের মতো ছবি তুলেছেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়।
প্রথমে কর্তৃপক্ষ জানিয়েছিল, ছেলের অশোভনীয় আচরণের জন্য প্রধানমন্ত্রী তাকে তিরস্কার করলেও চাকরিচ্যুত করবেন না। তবে ছেলেকে চাকরিচ্যুত করার ঘোষণা দিলেন কিশিদা। আগামী ১ জুন থেকে ঘোষণা কার্যকর হবে। ফুমিও কিশিদা বলেন, সরকারি স্থানে ওর কাজকর্ম সেক্রেটারির পক্ষে অশোভনীয় ছিল। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে অভিযোগ ওঠে, বাবার সঙ্গে ফ্রান্সে কূটনৈতিক সফরে গিয়ে ব্যক্তিগত কেনাকাটায় সরকারি বাহন ব্যবহার করেছেন শোতারো। এর চার মাসের মধ্যে নতুন বিতর্ক তৈরি হলো।