মহাকাশ থেকে ধারণ করা ভিডিওতে জ্বলজ্বল করছে পবিত্র মক্কা
গত ২১ মে থেকে মহাকাশ ভ্রমণ করছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়না বার্নাভি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তিনি এবং আলী আল কার্নি স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান।
মহাকাশে থাকাকালীন প্রায়ই বার্নাভিকে বিভিন্ন ভিডিও শেয়ার করতে দেখা যায়। সর্বশেষ টুইটে তিনি মহাকাশ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে মক্কার একটি অবিশ্বাস্য দৃশ্য শেয়ার করেছেন।
ভিডিওর ক্যাপশনে বার্নাভি লেখেন, আজকের জন্য আমার পরীক্ষা-নিরীক্ষা শেষ করে, আমরা মক্কা আল-মুকাররামা অতিক্রম করেছি। ভিডিওটিতে মসজিদ আল-হারামের উজ্জ্বল আলোকসজ্জা সহ মক্কার রাতের দৃশ্য দেখানো হয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের ২৫৬টি স্কলারশিপ দেবে সৌদি, দূতাবাসের ঘোষণা
মহাকাশযানটি কিংডমের উপর দিয়ে যাওয়ার সময় ভিডিওতে বার্নাভি বলেন, দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে মদীনা অতিক্রম করেছি। আপনারা মক্কা দেখতে পাচ্ছেন। দেখুন মক্কা কত উজ্জ্বল, পুরো রাজ্য যেন জ্বলজ্বল করছে। সকল প্রশংসার মালিক আল্লাহ।
পৃথিবী থেকে মাইল দূরে মহাকাশ থেকে ধারণ করা তার ভিডিওতে, গ্র্যান্ড মসজিদটিকে চকচকে এবং শিরার মতো শহরটিকে উজ্জ্বল দেখা গেছে।
এর আগে রমজান মাসে পবিত্র দুই নগরীর চিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নেয়াদি।
উল্লেখ্য, বার্নাভি একজন স্তন ক্যান্সার গবেষক। মহাকাশের মাইক্রোগ্রাভিটি পরিবেশে তিনি এবং তার সহকর্মী ১৪টি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা পরিচালনা করছেন।
بعد ما خلصت تجاربي لليوم صادف مرورنا فوق مكة المكرمة ،
نور على نور ✨ #نحو_الفضاء
Makkah from the space ✨#KSA2Space pic.twitter.com/rh3kZnJw0N— RAYYANAH BARNAWI (@Astro_Rayyanah) May 26, 2023