বন্ধুর চিতায় ঝাপ দিয়ে জীবন দিলেন যুবক
ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। তাঁর পরিবার, আত্মীয়স্বজনদের সঙ্গে শেষকৃত্যে হাজির হয়েছিলেন তার এক বন্ধু। দাহকার্য যখন প্রায় শেষ, সকলে এক এক বাড়ির ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আচমকাই ওই চিতায় ঝাঁপ দেন যুবক।
এতে শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায় তাঁর। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়।
পুলিশ সূত্রে খবর, অশোক নামে এক যুবক ক্যানসারে ভুগছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়। সকাল ১১টার দিকে যমুনা নদীর তীরে শেষকৃত্যের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী, আত্মীয়স্বজনদের সঙ্গে বন্ধুর শেষকৃত্যে গিয়েছিলেন আনন্দ নামে এক যুবক। দাহকাজ যখন প্রায় শেষের দিকে, সেই সময় আনন্দ ওই জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপ দেন।
এক যুবককে চিতার মধ্যে ঝাঁপ দিতে দেখেই সকলেই স্তম্ভিত হয়ে যান। তড়িঘড়ি যুবককে জ্বলন্ত চিতা থেকে টেনে বার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু ততক্ষণে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল তাঁর।
আনন্দকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগরা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। বন্ধুর চিতায় কেন ঝাঁপ দিলেন আনন্দ, তা ভেবে কিনারা করতে পারছেন না কেউই। খবর: আনন্দবাজার।