থাইল্যান্ডে ঝড়ে স্কুলের ছাদ ধসে নিহত ৭
থাইল্যান্ডে ঝড়ে একটি স্কুলের খেলার মাঠের ছাদ ধসে চার শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে থাইল্যান্ড-ভিত্তিক সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট।
নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে তারা ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। রাজধানী ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরের এই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়-ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। প্রদেশের জনসংযোগ দপ্তর বলছে, এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতেই এই দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সোমবার থেকে থাইল্যান্ডে বর্ষাকাল শুরু হয়েছে।