হাসপাতালে ইমরান খান
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। পেটে ব্যথা অনুভব করায় শুক্রবার দিবাগত রাতে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে যান তিনি। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে এক টুইটে এ তথ্য জানিয়েছে পিটিআই।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন। টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিটিআই তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, ইমরান খান তাঁর জামান পার্কের বাড়ি থেকে গাড়িতে করে হাসপাতালে যাচ্ছেন। প্রায় চার ঘণ্টা হাসপাতালে থাকার পর ইমরান খান তার নিজ বাড়িতে ফিরে গেছেন।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল থেকে অসুস্থ বোধ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও একসময়ের তারকা ক্রিকেটার ইমরান খান। তাঁর পেটে ব্যথা ক্রমশ বাড়ছিল। পরে আজ ভোরে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।
প্রতিবেদনে আরও বলা হয়, হাসপাতালে পৌঁছার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করে। পেটে ব্যথার কারণ অনুসন্ধানের জন্য তারা বেশ কয়েকটি পরীক্ষাও করেছেন বলে জানা গেছে।
শওকত খানম হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, সময়মতো ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার হালনাগাদ তথ্য জানানো হবে।