শৌচাগারে থাকা ছাত্রীর ভিডিও করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র
শৌচাগারে থাকা এক ছাত্রীর ভিডিও করার অভিযোগ উঠেছে ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে। শিক্ষার্থীদের একাংশ জানিয়েছেন, দেওয়ালের ওপরের দিকে ফাঁক আছে। অভিযোগ, ছাত্রদের শৌচাগারের দিক থেকে হাত বাড়িয়ে ছাত্রীটির ভিডিও তোলার চেষ্টা করেন ওই ছাত্র।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। বিশ্ববিদ্যালয়ের ডিরোজ়িও ভবনে ছাত্র এবং ছাত্রীদের শৌচাগার পাশাপাশি। মাঝে রয়েছে একটি দেওয়াল। বিষয়টি জানাজানি হওয়ার পরে ডিন অব স্টুডেন্টসের কাছে শিক্ষার্থীরা যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছাত্রী নিশ্চিত করেন, কে এই কাণ্ড করেছেন। পরে অভিযুক্ত ছাত্র লিখিতভাবে বিষয়টি কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছেন বলে খবর।
কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার রোববার বলেন, ‘বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয় কঠোরতম অবস্থান (জ়িরো টলারেন্স) নিয়েই চলে।’ খবর: আনন্দবাজার।