৫৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী

দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী
দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেলেন বিজেপি মূখ্যমন্ত্রী  © সংগৃহীত

৫৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বরেলির মূখ্যমন্ত্রী রাজেশ মিশ্র ওরফে পাপ্পু ভারতোল। মঙ্গলবার (২৫ এপ্রিল) উত্তরপ্রদেশে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন প্রাক্তন এই বিজেপি নেতা। খবর আনন্দবাজার পত্রিকা।

ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আগেই। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অবশেষে সেই পরীক্ষাতেও পাশ করলেন পাপ্পু।

ফলাফল পেয়ে বিজেপি নেতা রাজেশ জানান, ফলাফলে তিনি দারুণ খুশি। তবে তিনটি বিষয়ের নম্বর প্রত্যাশামতো হয়নি। তিনি ওই ৩টি বিষয়ের নম্বর রিভিউ করাবেন। তাতেও না বাড়লে আদালতে যাবেন।

এদিকে মঙ্গলবার ফলাফল ঘোষণার পর রাজেশের সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। তারা জানিয়েছেন, নিজের চেষ্টাতেই পরীক্ষায় পাশ করেছন সাবেক এই নেতা। এক সমর্থক বলেন, ‘‘তার বয়সে অন্য লোকজন আরামে দিন কাটাতে পছন্দ করেন। আমাদের নেতা কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন। তাতে পাশ করেছেন। সমাজকে তিনি বার্তা দিয়েছেন, পড়াশোনার কোনও বয়স হয় না। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে পড়াশোনা করা যায়।’’