২০ এপ্রিল ২০২৩, ০৯:৩৪
দাতব্য প্রতিষ্ঠানের অর্থ নিতে গিয়ে ইয়েমেনে প্রাণ গেল ৮৫ জনের
দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলনের ঘটনা ঘটেছে ইয়েমেনে রাজধানী সানায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। পদদলিত হয়ে আরও অন্তত ৩২২ জন আহত হয়েছেন।
হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাজধানীর বাব আল ইয়েমেন এলাকায় ৮৫ জন নিহত ও ৩২২ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও আছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আর্থিক সহায়তা বিতরণের অনুষ্ঠান সম্পর্কে তিনি এ কথা বলেন।
তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে রাজি হননি। একজন স্বাস্থ্য কর্মকর্তাও নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। এএফপি এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একটি স্কুলের ভেতর সহায়তা বিতরণের সময় হতাহতের এ ঘটনা ঘটেছে।