প্রচণ্ড গরমে কম্বল বিতরণ!

বিমলেন্দু সিংহ রায়
বিমলেন্দু সিংহ রায়  © সংগৃহীত

পুরো ভারত জুড়েই চলছে তীব্র তাপদাহ। আগামী কয়েকদিন এটি অব্যাহত থাকবে। গরমে মানুষের জীবন যেখানে হাঁসফাঁস করছেন; সেখানে মানুষদের কম্বল বিতরণ করেছেন এক বিধায়ক।

সম্প্রতি নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করেছেন। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র জলকষ্টে ভুগছেন। এই সময় তাঁদের জলের ব্যবস্থা না করে হঠাৎ বিধায়ক কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধী ছাড়া সাধারণ মানুষেরও মুখেমুখে ঘুরছে। 

বিমলেন্দু সিংহ রায় অবশ্য বিতর্ক উড়িয়ে দাবি করেছেন, ‘‘যাঁদের সমালোচনা করা অভ্যেস তাঁরা করবেন। আসন্ন ইদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম।’’


সর্বশেষ সংবাদ