যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, হতাহত ২৪
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে জন্মদিনের এক অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। খবর দ্যা মিররের।
দ্যা মিররে বলা হয়েছে, আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে। আলাবামার গভর্নর কে আইভে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে আলাবামায় গুলির ঘটনা হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমাদের অঙ্গরাজ্যে হিংসাত্মক অপরাধের কোনও স্থান নেই। সহিংস এই ঘটনার বিষয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
আলাবামার মন্টগোমেরি শহর থেকে প্রায় মাইল উত্তর-পূর্বে অবস্থিত ডেডেভিল শহরে ৩ হাজার মানুষের বসবাস। এ দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।