যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে পুলিশের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইট বার্তায় সাহায্যের আবেদন জানায় ওকলাহোমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভি

মার্কিন যুক্তরাষ্ট্রের নরম্যানের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় টুইট বার্তায় জানায়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। এখনই দ্রুত ব্যবস্থা নিন।’

টুইটারে আরও বলা হয়, ছাত্রদের দক্ষিণ ওভাল এলাকা এড়াতে এবং জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কারণ কর্তৃপক্ষ শ্যুটারের জন্য কলেজ ক্যাম্পাসে অভিযান পরিচালনা করছিলেন।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে কোরিয়ায় পড়ার সুযোগ, ভাষাও শেখাবে বিনামূল্যে।

এর আগে ন্যাশভিলে একটি স্কুলে গুলি চালানোর সময় দুই নয় বছর বয়সী মেয়ে, একটি নয় বছর বয়সী ছেলে, দুই শিক্ষক এবং একজন স্কুল কাস্টোডিয়ান মারা যাওয়ার মাত্র কয়েকদিন পর আবারও বন্দুক হামলার ঘটনা ঘটে।

এছাড়া বুধবার (০৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় পুলিশের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে পুলিশের ওপর এ হামলা হয়েছে তা এখনও জানা যায়নি।


সর্বশেষ সংবাদ