১১ মার্চ ২০২৩, ০৮:০৯

সমাবর্তনে ব্যতিক্রমী উদযাপন চীনা ছাত্রীর (ভিডিও)

সমাবর্তনে ব্যতিক্রমী উদযাপন চীনা ছাত্রীর  © ভিডিও থেকে সংগৃহীত

যেকোনো শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সমাবর্তন। প্রত্যেক শিক্ষার্থীই নিজস্ব ঢংয়ে সমাবর্তন উদযাপন করে থাকে। তবে এবার এক চীনা ছাত্রীর অভিনব কায়দায় সমাবর্তন উদযাপনের ভিডিও অনলাইনে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। ভিডিওটি দেখে মুগ্ধ লোকজন জানাচ্ছেন তাদের নানা প্রতিক্রিয়া।

২৪ বছর বয়সী এই চীনা ছাত্রীর নাম চেন ইয়িং। তাঁর বাড়ি বেইজিংয়ে। যুক্তরাজ্যের রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নিয়েছেন। গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশ নেন এ শিক্ষার্থী। 

 

সমাবর্তন উদযাপনে চেন বিশেষ ধরনের শারীরিক কসরত করেন, যাকে বলা হয় সাইড ফ্লিপ। তিনি লাফিয়ে উঠে শূন্যে থাকা অবস্থায় পুরো শরীর একবার ঘুরিয়ে আনেন। তাঁর এই কসরতের ভিডিও অনলাইনে দেখে মুগ্ধ হন লাখো মানুষ।

সমাবর্তনে অংশ নেওয়ার উত্তেজনা থেকেই কসরতটি করেছিলাম। আমার কসরত দেখে লোকজন যে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাতে আমি অভিভূত-সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান চেন।