১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১১

‘স্মার্ট ইংরেজি ব্যাকরণ’ বইয়ের মোড়ক উন্মোচন

‘স্মার্ট ইংরেজি ব্যাকরণ’ বইয়ের মোড়ক উন্মোচন  © টিডিসি ফটো

ইংরেজি ব্যাকরণে শিক্ষার্থীদের দক্ষ করতে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ শামীম সরদার এর লেখা ‘স্মার্ট ইংলিশ গ্রামার ফর অল’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন (ইদারা ভবনের সামনে) ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম. এ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কমিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান, চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুর রহমান, চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ। এছাড়াও এসময় চরফ্যাশনের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মরত শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন বইটির লেখক চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ.) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ শামিম সরদার। তিনি সংক্ষিপ্তভাবে ‘স্মার্ট ইংলিশ গ্রামার ফর অল’ বইয়ের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিস্তারিত জানান।