কানাডায় নিহত ৩ শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে
কানাডার টরন্টোতে নিহত ৩ শিক্ষার্থীর মরদেহ দ্রুততার সঙ্গে দেশে পাঠানোর জন্য কাজ করছে বাংলাদেশের মিশন। মৃতদের মৃত্যুসনদ এবং পাসপোর্টের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এ বিষয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত খলিলুর রহমান।
টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শাহরিয়ার খান, আরিয়ান আলম দিপ্ত এবং এঞ্জেলা বাড়ৈ নিহত হয়েছেন। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, নিবিড়ের অবস্থা ভালো নয়। তবে আমরা খোঁজ-খবর রাখছি এবং যেকোনও প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত আছি।
মরদেহ পাঠানোর বিষয়ে তিনি বলেন, এর একটি প্রক্রিয়া আছে। মৃত্যুসনদ, পাসপোর্টের কপি, প্লেনের বুকিংসহ অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন। তবে আমরা দ্রুততম সময়ে এটি শেষ করবো।
এর আগে টরন্টো পুলিশ সূত্র জানায়, টরেন্টো নগরীর মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। চারজনই বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য টরন্টোতে বসবাস করছিলেন।