বৈধতা ছাড়াই চলছে ভারতের ৬৯৫ বিশ্ববিদ্যালয়, ৩৫ হাজার কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ PM
ভারতের ৬৯৫টি বিশ্ববিদ্যালয় এবং ৩৪ হাজারেরও বেশি কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (নাক) বৈধতা ছাড়াই চলছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) লোকসভায় একটি প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। -খবর আনন্দবাজার পত্রিকার
দেশটির সংসদে লিখিত এক প্রশ্নের জবাবে সুভাষ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ১,১১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৪১৮টি এবং ৪৩,৭৯৬টি কলেজের মধ্যে মাত্র ৯,০৬২টি কলেজে নাকের বৈধতা রয়েছে। তিনি আরও জানান, দেশের ৩৪,৭৩৪টি কলেজ নাকের বৈধতা ছাড়াই চলছে।
সুভাষ লোকসভায় দাবি করেন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কলেজকে এক ছাতার তলায় আনার জন্য নাক তাদের ‘অ্যাসেসমেন্ট’ এবং ‘অ্যাক্রিডিটেশন’-এর ফি কমিয়েছে। এ ছাড়া ‘অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতেও অনেক পরিবর্তন করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব সহজেই নাকের স্বীকৃতি পেতে পারে।
এর আগে গেল বছর ইউজিসির পক্ষ থেকে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়া’ ঘোষণা করা হয়েছিল। ইউজিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ডিগ্রি দিতে পারবে না।
আরও পড়ুন: র্যাংকিংয়ে ভারত-পাকিস্তানের ধারেকাছেও নেই বাংলাদেশ
এই বিশ্ববিদ্যালয়গুলো হলো- দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, ADR- সেন্ট্রিক বিচারিক বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।
কর্ণাটকের বদগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি। কেরালার সেন্ট জন ইউনিভার্সিটি, কিষানাত্তম। মহারাষ্ট্রের আই এল. রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর। পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। উত্তরপ্রদেশের গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, ইলাহাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর।
নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, ভারত ভবন, লখনউ, উত্তরপ্রদেশ। ওড়িশার নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন। উত্তর উড়িষ্যা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন। অন্ধ্রপ্রদেশের ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি।