তুরস্কে সন্ধান মেলেনি বাংলাদেশি ছাত্র রিংকুর
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে আজাজ শহরে নিখোঁজ বাংলাদেশি নুর আলমের খোঁজ মিলেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার সঙ্গে থাকা গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ রয়েছেন। তুরস্কের সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুর আলমকে উদ্ধার করা হয়।
ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম এ তথ্য জানিয়েছে। ওই দুজন তুরস্কের আজাজ শহরে বসবাস করেন। নিখোঁজ রিংকুর বাড়ি বগুড়ায়। সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এতে তিন হাজার ৬০০ জন ছাড়িয়েছে। এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
বাংলাদেশের কনসাল জেনারেল বলেন, দুর্গত এলাকায় অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। এ পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে গাজিয়ানতেপ অঞ্চলের বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। ওই অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছে।
ওই অঞ্চলে ৫০ জনের মতো বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক ব্যবসা করেন। অনেকে এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।