৫০০ ছাত্রীর মাঝে পরীক্ষা দিতে গিয়ে হলেই জ্ঞান হারাল ছাত্র
ভারতের এক শিক্ষার্থী পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে পরীক্ষা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে। পরীক্ষার হলে ওই ছাত্রের ৫০০ ছাত্রীর মধ্যে সিট পড়ে। তাতেই জ্ঞান হারিয়ে ফেলে তিনি। আর অতি সম্প্রতি এমন একটি ঘটনা ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ে বলছে, ঘটনাটি ঘটেছে বিহারের আল্লামা ইকবাল কলেজে। ওই শিক্ষার্থীর নাম শঙ্কর। তিনি যখন জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে তিনি একাই ঠিক তখনি পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলেন।
শঙ্করের এক আত্মীয় জানিয়েছেন, পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর। বর্তমানে তার শরীরে জ্বর আছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
তার আরেক আত্মীয় জানিয়েছেন, শঙ্কর পরীক্ষার হলে গিয়ে সেখানে একসাথে এতজন মেয়ে শিক্ষার্থীকে দেখেই তার জ্বর চলে আসে।
শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে শঙ্করকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে।