সমাবর্তন অনুষ্ঠান চলাকালে বিক্ষোভে ছাত্ররা, ছড়াল উত্তেজনা
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার সামনেই নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এ সময় ছড়িয়ে পড়ে উত্তেজনাও।
বিক্ষোভ ঘিরে শনিবার সকাল থেকেই ক্যাম্পাস উত্তপ্ত ছিল। এক দিকে সমাবর্তন অনুষ্ঠান, অন্য দিকে চলে বিক্ষোভ। ছাত্রদের দাবি, দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। হাতে প্ল্যাকার্ড নিয়ে এ বিক্ষোভে অংশ নেন তারা, দেন স্লোগানও।
আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করায় তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছে কলকাতা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একাংশ। নির্বাচনের দাবিতে ১২ দিন ধরে অনশন করেন একাংশ। পরে অনশন প্রত্যাহার করে ঘোষণা করেন, নিজেদের ভোট নিজেরাই করবেন। তবে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
এরমধ্যে ‘নিজেদের ভোটে গড়ে নেব নিজেদের ইউনিয়ন’ স্লোগানে বৃহস্পতিবার মেডিক্যালে নির্বাচন করেন পড়ুয়াদের একাংশ। বিশিষ্টদের নজরদারিতে নির্বাচন হয়। ওই দিনই ফল প্রকাশ করা হয়। এতে এক হাজার জনের মধ্যে ভোট দেন ৭৮৮ জন। ভোট পড়ে ৭৯ শতাংশ। এবার প্রকাশ্যে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভোটের দাবিতে আন্দোলন।