জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রধান বাংলাদেশের সারা
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইরানবিষয়ক তথ্যানুসন্ধান মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী সারা হোসেন। তিন সদস্যের ওই মিশনের অন্য দুই সদস্য হলেন, পাকিস্তানের শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার ভিভিয়ানা ক্রিস্টিসেভিচ।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভাপতি ফেদেরিকো ভিলেগাস এ নিয়োগ দেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের সারা হোসেন মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২৪ নভেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে ইরানবিষয়ক ওই স্বাধীন মিশন গঠনের সিদ্ধান্ত হয়। এ বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ইরানের নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষাসহ দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত করবে এ মিশন।
তিন সদস্যের এই মিশন ইরানে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও পরিস্থিতি উপস্থাপন এবং অধিকার হরণের বিষয়ে প্রমাণ সংগ্রহ, একত্রীকরণ এবং বিশ্লেষণ করবে। অর্পিত দায়িত্ব সম্পাদনের জন্য মিশনকে ইরানের সরকার, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর, মানবাধিকার পরিস্থিতির ওপর বিশেষ প্রতিবেদকসহ সব প্রাসঙ্গিক অংশীজনের সঙ্গে যুক্ত থাকার ক্ষমতা দেওয়া হয়েছে।
জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের সদস্যদের ২০২৩ সালের জুনে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে হালনাগাদ পরিস্থিতি মৌখিকভাবে উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। এরপর মিশনের সদস্যদের পরিষদের ২০২৪ সালের মার্চে অনুষ্ঠেয় পরিষদের ৫৫তম অধিবেশনে তাঁদের তথ্যানুসন্ধানের বিষয়ে একটি সমন্বিত প্রতিবেদন উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।