বিশ্ববিদ্যালয়ে পড়াবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন  © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতির ওপর পড়াবেন তিনি।

আজ রোববার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরুন আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর ক্লাস নেবেন।

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে একই তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসও।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে এ ক্লাস। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্য বিষয়ক নানান বিষয়।

এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে সাম্প্রতিক সময়গুলোতে পাবলিক ইভেন্টগুলোতে কম দেখা যাচ্ছে। গ্রিনসিল লবিং স্ক্যান্ডালে জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পরই নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি।

শিক্ষকতা পেশায় ক্যামেরুনের যুক্ত হওয়ার বিষয়ে তার এক সহযোগী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ক্যামেরুন ১১ বছর কনজারভেটিভ পার্টি এবং ৬ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষা দেবেন তিনি।


সর্বশেষ সংবাদ