বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে কাল

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মানদৌস
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মানদৌস  © প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সরে গিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছেছে। সেখানে ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এ পরিণত হয়েছে নিম্নচাপটি। এর প্রভাবে ভারতের তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকালের দিকে স্থলভাগে প্রবেশের সময় মানদৌসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার। এটির সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে। আগামী শনি ও রোববারও এর প্রভাব থাকবে। 

তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানা গেছে। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট দ্বিতীয় মৌসুমি ঝড় এটি। এর আগে গত অক্টোবরে সিত্রাং আঘাত হানে বাংলাদেশের উপকূল। মানদৌসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আরবি শব্দটির অর্থ ভেলা।


সর্বশেষ সংবাদ