বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৭ ছাত্রের মৃত্যুদণ্ড কার্যকর, জাতিসংঘেরর উদ্বেগ

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাত ছাত্র
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাত ছাত্র  © সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া অন্তত সাত ছাত্রের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।  চলতি সপ্তাহে তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্তদেশ প্রদান করেছিল সামরিক সরকার। এ নিয়ে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সংখ্যা ১৩৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ইয়াঙ্গুন-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত এপ্রিল মাসে একটি ব্যাংকে  গোলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

এ বিষয়ে শনিবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বুধবার মিয়ানমারের একটি সামরিক আদালত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে সাত শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিরোধীদের দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসাবে মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করছে বলে তীব্র সমালোচনা করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির বেসামরিক সরকার পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে মিয়ানমার। এর পর সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে মিয়ানমারের সর্বস্তরের মানুষ। সামরিক সরকার কোনো শান্তিপূর্ণ উপায় অবলম্বন না করে দমন-পীড়নের মাধ্যমে বিক্ষোভ থামানোর চেষ্টা করে। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে।

স্থানীয় একটি পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য অনুযায়ী, আন্দোলনকারীদের দমনে সামরিক জান্তার বলপ্রয়োগে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ২৮০ জন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া অভ্যুত্থানের পর দেশটির আরও ১১ হাজার ৬৩৭ জনকে আটক করেছে জান্তা বাহিনী।

খবর: এএফফি

 


সর্বশেষ সংবাদ