ডিকশনারির নতুন শব্দ ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’

নতুন শব্দ যুক্ত হয়েছে ডিকশনারিতে
নতুন শব্দ যুক্ত হয়েছে ডিকশনারিতে  © প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ায় চলতি বছর নতুন ইংরেজি শব্দগুচ্ছ হিসেবে ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’ ম্যাকুইরি ডিকশনারিতে যুক্ত হয়েছে। সাধারণ মানুষের ভোটের মাধ্যমে শব্দ গুচ্ছটি যুক্ত হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির ইংরেজি ভাষার অভিধানের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে লা হয়েছে, অভিধানটির ভাষায় ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’ বিশেষ্য পদ। সাধারণত, হাস্যরসিকতা করার সময় শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। এর অর্থ এমন একটি প্রক্রিয়াজাত করা মুরগির মাংস, যা সরাসরি খাওয়া যায়। রান্না কিংবা বাড়তি কোনো আয়োজন করতে হয় না।

অস্ট্রেলিয়ার দোকানে প্লাস্টিকের ছোট ব্যাগে মুরগির মাংস পাওয়া যায়। এটি সহজে বহনযোগ্য। যাঁরা একা বসবাস করেন, তাঁদের কাছে এটি বেশ জনপ্রিয়। শব্দগুচ্ছটি অভিধানে যুক্ত করার আগে অনলাইনে ভোটের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

ম্যাকুইরি ডিকশনারির ব্যবস্থাপনা সম্পাদক ভিক্টোরিয়া মরগান বলেন, অনেকেই এটিকে ‘ব্যাচেলরস ব্রিফকেস’ নামেও ডাকে। শব্দগুচ্ছটি অভিধানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে মুরগির মাংসে অস্ট্রেলিয়ার মানুষের ভালোবাসার প্রকাশ দেখা গেছে।


সর্বশেষ সংবাদ