ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: ৪৮ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

উদ্ধারকৃত শিশু আজকা মাওলানা মালিক
উদ্ধারকৃত শিশু আজকা মাওলানা মালিক  © সিএনএন

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুইদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর সিএনএন

বুধবার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার সিয়ানজুরের নাগরাক গ্রাম থেকে উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাতে সিএনএন জানায়, উদ্ধারকৃত ওই শিশুর নাম আজকা মাওলানা মালিক। তাকে সিয়ানজুরের নাগরাক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুটিকে তার দাদীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়। এর আগে তার বাবা-মায়ের মরদেহও ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল সহপাঠীরা।

শিশুটি বর্তমানে সালমান আফসারি নামে তার এক আত্মীয়ের কাছে রয়েছে।

শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নেটিজেনদের মধ্যে বেপক আলোড়ন সৃষ্টি করে। ভিডিওটি দেখতে ক্লিক করুণ এখানে

এর আগে সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ৫.৬ মাত্রাভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ২৭১ জন নিহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ আছেন।