ক্যানসারের উপাদান মেলায় বাজার থেকে ডাভ-ট্রেসেমি শ্যাম্পু তুলে নিল ইউনিলিভার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৬:২১ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ০৬:২১ PM
ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান 'বেনজিন'-এর সম্ভাব্য উপস্থিতির কারণে আমেরিকার বাজার থেকে ইউনিলিভার স্বেচ্ছায় নিজস্ব কিছু পণ্য প্রত্যাহার করছে।
গত শুক্রবার (২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ) এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে। খবর সিএনএন-এর।
এফডিএর বিবৃতিতে বলা হয়, ‘এসব ড্রাই শ্যাম্পুতে যে মাত্রার বেনজিনের উপস্থিতি রয়েছে, তাতে এগুলো দীর্ঘদিন ব্যবহার করলে লিউকেমিয়া ও অন্যান্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খাদ্য-পানীয়-ওষুধ-প্রসাধনীর মতো নিত্য ব্যবহার্য পণ্যে এফডিএ কোনও ধরনের ক্ষতিকর উপাদানের দূষণ প্রত্যাশা করে না।’
সিএনএন এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউনিলিভার কোম্পানি তাদের ডাভ, নেক্সাস, সুঅভ, টিআইজিআই এবং ট্রেসেমে। প্রত্যাহারের তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে ডাভ ড্রাই শ্যাম্পু ভলিউম অ্যান্ড ফুলনেস, ডাভ ড্রাই শ্যাম্পু ফ্রেশ কোকোনাট, নেক্সাস ড্রাই শ্যাম্পু রিফ্রেশিং মিস্ট এবং সুঅভ প্রফেশনালস ড্রাই শ্যাম্পু রিফ্রেশ অ্যান্ড রিভাইভ।
এসব পণ্য ২০২১ সালের অক্টোবর মাসের আগে উৎপাদিত হয়ে থাকলে, সেগুলো প্রত্যাহার করতে বলেছে ইউনিলিভার।
ইউনিলিভার এই মাসের ১৮ তারিখে একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানায়। এরই ধারাবাহিকতায় এফডিএ গত শুক্রবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত বিবৃতি দেয়।
বেনজিন একটি কার্সিনোজেন। অর্থাৎ এ পদার্থটি মানুষের দেহের জীবন্ত টিস্যুতে ক্যান্সার সৃষ্টি করতে পারে। শ্বাস-প্রশ্বাস, মুখের মাধ্যমে কিংবা ত্বকের মাধ্যমে এই রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করতে পারে। ইউনিলিভার-এর প্রত্যাহার বিজ্ঞপ্তি অনুযায়ী, শ্বেত রক্ত কণিকার আধিক্যজনিত সমস্যা ও ব্লাড ক্যানসার সৃষ্টি করতে পারে বেনজিন।