উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের স্কুলে অগ্নিকাণ্ড, নিহত ১১ শিক্ষার্থী
উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধীদের একটি আবাসিক স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন। খবর বিবিসির।
সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরের সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ড স্কুলের আবাসিক হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে।
বিসিরি এক প্রতিবেদনে বলা হয়, দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু জানান, সোমবার মধ্যরাতে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। পরে তা ছাত্রীদের হোস্টেলে ছড়িয়ে পড়ে। মৃত ও দগ্ধ শিশুদের বয়স ৭ থেকে ১০ বছর। মৃত বাচ্চাদের শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি এখনও। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর একদিন।
স্থানীয় হাসপাতালে কর্মরত ডা. মোসেস কেয়া বলেন, বেশিরভাগ শিক্ষার্থী হাত, পা এবং বুকে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা গভীরভাবে পুড়ে গেছে। চারজন শিশুকে কিরুদ্দু ন্যাশনাল রেফার করা হয়েছে এবং সামান্য আঘাত পাওয়া দুজনকে বাড়িতে পাঠানো হয়েছে।
বিবিসি জানায়, ভবনটিতে কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বৈদ্যুতিক সংযোগের অবস্থাও বেশ নাজুক।
এর আগে ২০২০ সালে আগুনে পুড়ে যায় দু’টি বোর্ডিং স্কুল। তবে দগ্ধ বা প্রাণহানির ঘটনা হয়নি। তবে ২০১৮ সালে রাজধানীর একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ১৯ শিশুর মৃত্যু হয়েছিল।