দুই দিনের ধর্মঘট ডেকেছে ইরানের শিক্ষকরা
ইরানের এক শিক্ষক সংগঠন রবিবার থেকে দুই দিনের ধর্মঘট ডেকেছে। তরুণী মাশা আমিনির মৃত্যুতে ফুঁসে ওঠা আন্দোলন দমন করতে গিয়ে স্কুল শিক্ষার্থীদের ওপর সরকারি নিরাপত্তা বাহিনীর নিপীড়নের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।
ইরানের কঠোর পোশাকবিধি ভঙ্গের অভিযোগে গত মাসে গ্রেপ্তার ২২ বছর বয়সী মাশা আমিনি পুলিশ হেফাজতে মারা যান। তাঁর মৃত্যুতে ইরানজুড়ে বিক্ষোভ করছে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ, যাদের মধ্যে আছে স্কুল শিক্ষার্থীরা।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সরকারবিরোধী ওই বিক্ষোভ দমনকালে সহিংসতায় কমপক্ষে ২৩ জন শিশু মারা গেছে। এ ছাড়া অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস গত বৃহস্পতিবার জানায়, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে অন্তত ২৭ শিশুর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হাজার হাজার মানুষের মধ্যে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীও।
অপ্রাপ্তবয়স্কদের মৃত্যু সম্পর্কে সর্বশেষ তথ্য তুলে ধরে গত সপ্তাহে শিক্ষক সংগঠন কো-অর্ডিনেটিং কাউন্সিল অব টিচার্স সিন্ডিকেট জানায়, সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছে ১৫ বছর বয়সী ছাত্রী আসরা পানাহি। কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দাবি করা হয়, সে মারা গেছে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।
এক পার্লামেন্ট সদস্য আরেক ধাপ এগিয়ে দাবি করেন, আসরা পানাহি আত্মহত্যা করেছে। সরকারি বাহিনীর দমন-পীড়নে এভাবে একের পর এক অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুর প্রতিবাদে গত বৃহস্পতিবার ধর্মঘট করার ঘোষণা দেয় কো-অর্ডিনেটিং কাউন্সিল অব টিচার্স সিন্ডিকেট।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে করা পোস্টে শিক্ষক সংগঠনটি জানিয়েছে, রবিবার ও পরদিন সোমবার এ ধর্মঘট পালিত হবে। ‘আমরা শিক্ষকরা স্কুলে উপস্থিত হব কিন্তু ক্লাস নেওয়া থেকে বিরত থাকব’, বিবৃতিতে এমনটাই বলেছে তারা।
সংগঠনের বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা খুব ভালো করেই জানি, সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী ও সাদা পোশাকের কর্মকর্তারা স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সীমানা লঙ্ঘন করেছেন। তাঁদের এ পদ্ধতিগত অত্যাচারের মাধ্যমে তাঁরা নির্বিচারে নিকা, সারিনা থেকে শুরু করে আব্দোলফজল, আসরা পানাহির মতো অনেক শিক্ষার্থী ও শিশুকে হত্যা করেছে।’ এ কিশোর বয়সী চারজন ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থার সময় এ ঘটনা ঘটে।
সূত্র : এএফপি