শান্তিতে নোবেল বিজয়ী মেমোরিয়ালের অফিস বাজেয়াপ্ত করেছে রাশিয়া
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার সংস্থা মেমোরিয়াল-এর প্রধান কার্যালয় বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে রাশিয়ার একটি আদালত।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) নোবেল পুরস্কার ঘােষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কিত নির্দেশটি দেয় রাশিয়ার আদালত। খবর টেলিগ্রাফ অনলাইন।
রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাতে টেলিগ্রাফ অনলাইন এক প্রতিবেদনে জানায়, গতকাল আদালত নির্দেশ দিয়েছে, সংস্থাটির মস্কোর কার্যালয় 'এখন থেকে রাষ্ট্রীয় সম্পত্তি'।
আরও পড়ুন: সিএমএম কোর্টের সামনে নুরের অবস্থান, ২০ মিনিটেই শেষ কর্মসূচি।
নিজেদের কার্যালয় কেড়ে নেওয়া ঠেকাতে আদালতে ব্যর্থ হয়ে মেমোরিয়াল জানিয়েছে, আমাদের এই পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য নোবেল কমিটির কাছে আমরা কৃতজ্ঞ।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এ বছর শান্তিতে নোবেল পেয়েছে। গতকাল শুক্রবার ।
উল্লেখ্য, রাশিয়ার ‘মেমোরিয়াল’ সংগঠনটি ৩০ বছরেরও বেশি সময় ধরে সোভিয়েত আমলের রাজনৈতিক দমন-পীড়নের শিকারদের পরিণতি জানতে অনুসন্ধান চালিয়েছে। রাশিয়ার বর্তমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোও তুলে ধরছে এটি।