তেহরানের বিশ্ববিদ্যালয়ে গুলি চালাল পুলিশ
ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রোববার তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বড় একটা অংশকে নিরাপত্তাকর্মীদের হামলা থেকে বাঁচতে শুয়ে থাকতে দেখা যায়।
বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে নিরাপত্তাকর্মীদের। পর্দাবিধি লঙ্ঘন করে হিজাব পরায় মাসা আমিনি নামে ওই নারীকে আটক করে নৈতিকতা পুলিশ। এর কয়েক ঘণ্টা পর আমিনি কোমায় চলে যান। আমিনির দাফনের সময় বিক্ষোভ শুরু হয়।
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৭৪
শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে একটি ভিডিওতে শিক্ষার্থীদের পালাতে দেখা গেছে। কিছুদূর থেকে গুলির শব্দও শোনা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি করছে। ওই গাড়িতে থাকা একজন ভিডিও করছিলেন।
নিরাপত্তাকর্মীরা শিক্ষার্থীদের আবাসস্থলেও হামলা চালিয়েছে ও গুলি করেছে। কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে। সংঘর্ষের খবর শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ভিড় জমে।